ভোলায় ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহ শুরু

ভোলা সদর উপজেলায় দুইদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান এর উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব, এ্যাসি ল্যান্ড মো. কামাল হোসেন প্রমুখ।

মেলায় গ্রামীণফোনসহ ২০টি স্টলে বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা তাদের সেবার বিষয় তুলে ধরবেন।



মন্তব্য চালু নেই