ভোলায় জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইলিশের প্রজননও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তারই অংশ হিসাবে ভোলায় ইলিশ রক্ষায় প্রশাসন মেঘনা-তেতুলিয়া নদীতে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের হল রুমে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জেলা প্রশাসক মো: সেলিম রেজা অভিযানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় তিনি সাংবাদিক দের জানান, আমরা মা ইলিশ রক্ষার অভিযান এর অংশ হিসাবে গত ৬দিনে ১০১ টি অভিযান পরিচালনা করে ১৪৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছি। ৯৫ ব্যক্তির কাছ থেকে ১লক্ষ ৮৫ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করি। ৪লক্ষ ৭২ হাজার মিটার জাল জব্দ করা হয়। ১ হাজার ২শত ২৯ কেজি মাছজব্দ করা হয়। এছাড়া মাছ ধরার সময় অবৈধ ১৮ টি নৌকা আটক করা হয়।
এসময় তিনি বলেন, ভোলা জেলায় মা ইলিশ রক্ষার অভিযান খুব ভালো ভাবে পরিচালিত হয়ে আসছে। আশা রাখি সামনের দিন গুলোতে আমর সফল হবো।
মন্তব্য চালু নেই