ভোলায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন

ভোলা প্রতিনিধি : গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে একের পর পর জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে এ রব স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সকালে ঘন্টাব্যাপী শহরের যুগীরগোল এলাকায় জঙ্গিবাদবিরোধী এ মানববন্ধন আয়োজন এ রব স্কুল এন্ড কলেজ । এই মানববন্ধনে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনগন অংশ নেন।

মানববন্ধনে জঙ্গিদের‘দেশ ও জাতির শত্রু’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করা আহ্বান জানান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন।

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রসঙ্গে টেনে শাফিয়া খাতুন আরো বলেন,“রোজার মাসে গুলাশানে এবং শোলাকিয়ার ঈদ জামাতে হামলা করে জঙ্গিরা, এতে আমরা মর্মাহত। বাংলাদেশ একটি ধর্ম-সহনীয় অসাম্প্রদায়িকা দেশ। যারা দেশের অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করছে তারা দেশ, জাতি ও রাষ্ট্রের শত্রু।

এদের নিশ্চিহ্ন করতে হবে। জঙ্গি কর্মকান্ডের সাথে যারা জড়িত ও তাদের মদদদাতাদের শাস্তি আওতায় এনে মূলোৎপাটন করার দাবি জানান হয় । এসময় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই