আইন শৃঙ্গলার চরম অবনতি ॥ ১মাসে দুই দোকানে চুরি
ভোলায় গ্রামীন মটারস শো- রুমে গ্রিল কেটে দুধর্ষ চুরী
ভোলায় শহরের প্রান কেন্দ্রে উকিল পাড়া এলাকায় গ্রামীন মটারস শো- রুমে গ্রীল কেটে দুধর্ষ চুরীর ঘটনা ঘটে।
এ সময় সংঘবদ্ধ চোর দোকানের ভিতরে থাকা ৪০টি অটোরিকসার ব্যাটারী ও ১টি ল্যাপটোপ নিয়ে যায়।
দোকানের মালিক ইলিয়াস চৌধুরী জানান,আজ (রবিবার) রাত আরাইটার দিকে সংঘবদ্ধ একটি চোর দল আমার দোকানের পিছনের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ৪০টি ব্যাটরী নিয়ে যায়।যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকাপ্রায়।
এসময় তিনি বলেন,যে চুরী করেছে তাকে দোকানের সিসি ক্যামেরায় চিহিত করা গেছে তবে তার পরিচয় যানা য়ায় নি।পরিচয় জানার জন্য ও তাকে আটক করার জন্য পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। এব্যাপারে ভোলা থানার ্ওসি মোবাশ্বের উল্ল্যাহ বলেন,ইতিমধ্যে পুলিশের একটি টিম চুরী হয়ে য্ওায়া দোকানে স্থান পরির্দশ করেছে। দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এনে যাচাই বাযাই চলছে ,আশা করছি খুব শ্রীখরই চোরদের আটক করতে পারবো।
উল্লেখ্য গত ১ মাসের মধ্যে একই স্থানের ঢাকা অটোসাভিসিং দোকানে একই রকম চুরীর ঘটনা ঘটে বলে জানান ব্যাবসায়ীরা ।
মন্তব্য চালু নেই