ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলার লালমোহনে পারভিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সামসুদ্দিন মাস্টার বাড়িতে এঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সামসুদ্দিন মাস্টার বাড়ির আরজুর সঙ্গে স্ত্রী পারভিনের বাকবিতণ্ডা হয়। এরপর রান্না করে পারভিন। বেলা সাড়ে ১১টার দিকে আরজু চিৎকার করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে। পরে স্থানীয় লোকজন এলে আরজুসহ বাড়ির অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাহিদুর রহমান জানান, লাশ রান্না ঘরের মেঝেতে ফেলে স্বামী আরজু মিয়া পালিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছে ৩ সন্তানের এ জননীর সঙ্গে স্বামী আরজু মিয়ার প্রায়ই ঝগড়া হতো। এটি কী হত্যা না আত্মহত্যা সে বিষয়ে কিছু নিশ্চিৎ হওয়া যায়নি।
নিহতের গলায় চিকন নাইলন সুতা দিয়ে ফাঁস লাগানোর দাগ আছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আঘাতের কোনো চিহ্ন নেই। তাদের বিয়ে হয়েছিল প্রায় ১০/১১ বছর আগে।
মন্তব্য চালু নেই