ভোলায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-১

ভোলায় বিশিষ্ট মাদক সম্রাট কসাই কবিরকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০গ্রাম গাজা ও ১০পিছ ইয়বা উদ্ধার করা হয়। ৯জুলাই বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলা চর সামাইয়া ইউনিয়নের চর ছিপলি এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, কসাই কবির ভোলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টায় ডিবির এস আই মেহেদি হাসানের নেতৃতে একটি দল ভোলা চরসামাইয়া ইউনিয়নের চর ছিপলি গ্রামে ক্রেতা সেজে মাদক কিনতে যায়।

এসময় কবির তাদের কাছে মাদক বিক্রি করতে আসলে তাৎক্ষনিক তাকে আটক করে। কসাই কবির ভিবিন্ন সময়ে ভোলায় মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তার নামে ভোলা থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে ভোলা ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক মো: মেহেদি হাসান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছ। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।



মন্তব্য চালু নেই