ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতর
ভোলায় ৪ কেজি গাজাঁসহ আবদুল সালাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার(২২অক্টোবর) দুপুরে সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত সালাম চাপাইনবাবগঞ্জ সদরের টিকরামপুর এলাকার বাসিন্দা নওশেদ আলীর ছেলে।এ তথ্য নিশ্চিত করে ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক এসআই মোহাইমিনুল ইসলাম তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার ইলিশা এলাকায় অভিযান চালায়।
এ সময় পাকার মাথা লঞ্চঘাট থেকে ৪ কেজি গাজাঁসহ সালাম কে গ্রেফতার করা হয়।ডিবি জানায়, সালাম দীঘদিন থেকে গাজার ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য,ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশে মাদক নির্মূলে রাত-দিন মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। পুলিশ সাড়াশি অভিযানের মুখে মাদকের বানিজ্য কিছুটা নিয়ন্ত্রনে চলে আসছে।
মন্তব্য চালু নেই