ভোলায় কৃষকদের উৎপাদন খরচ কমাতে যন্ত্রের ব্যবহার কর্মশালা

কৃষিতে আধুনিক যন্ত্রায়নের ব্যবহার বৃদ্ধি করে কৃষি খরচ কমানোর লক্ষ্যে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে অর্ধ-দিবস এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করেছে আইডিই বাংলাদেশ।

আয়োজক সুত্র জানান, সোমবার কর্মশালায় ভোলা জেলার সাত উপজেলার কৃষি ও মৎস্য বিভাগের ৪০ জন স্টেকহোল্ডার অংশ নেন। তাঁদেরকে কৃষিতে উন্নত সেচযন্ত্র, কলের লাঙ্গল, বীজবপনযন্ত্র, কর্তনযন্ত্র ও রোপনযন্ত্র ব্যবহার করে প্রায় ৪০ভাগ খরচ কমানো যায় তার উপর দিকনির্দেশনা দেন বিশেষজ্ঞ কৃষিকর্মকর্তা।
এসব যন্ত্র ব্যবহারে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত বলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, কৃষি গবেষনা কর্মকর্তা দেব দুলাল ঢালী, বিনয়কৃষ্ণ দেবনাথ, ভোলা কৃষি গবেষনা ইনিষ্টিউটের মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

উপ-পরিচালক বলেন, দিন দিন কৃষিপণ্য উৎদান খরচ বাড়ছে। কৃষক কৃষি আবাদে উৎসাহ হারাচ্ছে। সেই উৎপাদন খরচ কমানোর জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে। কৃষককে যন্ত্রের সুবিধা বুঝিয়ে তাদের ব্যবহার বাড়াতে উৎসাহি করতে হবে।



মন্তব্য চালু নেই