ভোলায় ইভটিজিং ও মাদক বিরোধী সভা

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ইভটিজিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে কলেজের হল রুম শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর (দক্ষিন) যুবলীগের সাধারণ সম্পাদক রফিক পাটওয়ারী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শরীফ মোঃ আল-আমীন, সমাজ কর্ম বিভাগের প্রভাষক এম,নূরুন্নবী, বাংলা বিভাগের প্রভাষক আবুল কাশেম, বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমিন বেগম প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই