ভোলায় অতি জোয়ারে ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে

ভোলায় নিম্নচাপের প্রভাবে অতি  জোয়ারে  ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা  ফেরিঘাটসহ গ্যাংওয়ে ডুবে  গেছে। গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ওই সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  লোড-আনলোডও বন্ধ থাকে।

ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার জানান, গত মাসে ঝড়ে বিধস্ত  হওয়ার পর  ফেরিঘাটের  তেমন উন্নয়ন না হওয়ায় এখন অতি  জোয়ারে গ্যাংওয়ে তলিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএকে বলার পরও ব্যবস্থা  নেয়া হচ্ছে না। অপরদিকে  ভেলুমিয়া,  ভেদুরিয়া, মাঝের চর, হাজিপুরচর, ঢালচর, চর নিজাম, সিকদার চরসহ ১৫টি চরে  জোয়ারের পানি প্রবেশ করেছে।

অপরদিকে  মেঘনা ও  তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠায় নদীর পাড় ভাঙন তীব্র হয়ে ওঠেছে।  দৌলতখানের হাজিপুর চরের আবাসন প্রকল্পের ঘর সরিয়ে নিতেও সময় পাচ্ছেন না বাসিন্দারা।  দৌলতখানের  সৈয়দপুর,  ভোলা সদরের রামদাসপুর ভাঙনের মুখে রয়েছে।



মন্তব্য চালু নেই