ভোলার শশীভূষণে যাত্রীবাহি বাস দুর্ঘটনায় আহত-৬
ভোলার শশীভূষণে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শশীভূষণ থানার হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসের প্রবল ধাক্কা গাছের গায়ে লেগে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বাসে থাকা শতাধিক যাত্রী ও পথচারীরা।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আইচা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস প্রিন্স অব গজারিয়া (ব-৫১) চরফ্যাশন আসার পথে ইপ্রিং ভেঙ্গে বাসটির নিয়ন্ত্রণ হারায় চালক। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে শশীভূষণ থানার হাজী রোড এলাকায় গাছের সাথে প্রবল ধাক্কা লাগে।এতে বাসটির আংশিক ক্ষয় ক্ষতি হয়।
এসময় বাসের থাকা ৬যাত্রী আহত হয়। এরা হলো সুরমা (৩৫), সিয়াম (১৯), কবির (৩৫) সেলিম (৫),মনির (২২)ও হানিফ (২১)।
আহতদের মধ্যে গুরুতর হানিফকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই