ভোলার মেঘনায় মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ
ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরার এলাকার মেঘনায় জেলেদের ট্রলারে হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।রবিবার (১৮ সেপ্টম্বর) ভোর মেঘনার জাগলার চর সীমানায় এ ঘটনা ঘটে।অপহৃতদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জলিল, সুজন, আলাউদ্দিন, ইলিয়াস, সাহাবুদ্দিন, জাহাঙ্গীর, সেলিম, আবু, আব্দুল হাই ও রিয়াজ।
স্থানীয় জেলেরা জানান, রাতে মনপুরার বিভিন্ন ইউনিয়নের জেলেরা মেঘনায় ১৫টি ট্রলারে করে মেঘনা নদীতে ইলিশ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জাগলার চর এলাকায় হামলা চালিয়ে প্রতিটি ট্রলার থেকে একজন করে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তাদের ফেরত পেতে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। তবে কত টাকা মুক্তিপণের দাবী করেছে তা জানা যায়নি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ও কোস্টগার্ড অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
মন্তব্য চালু নেই