ভোলার মেঘনায় অবৈধ জাল ও ২টি ট্রলার জব্দ, ২১ জেলে আটক

মোঃ ফজলে আলম, ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মাছ ধরা বিহুন্দি জাল জব্ধ করেছে। এ সময় ২১ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত জেলেদের ৭ দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট কামাল উদ্দিন।

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান , ভোলার মেঘনা নদীর বিভিন্ন চরাঞ্চলে অবৈধ ভাবে বেহুন্দি জাল পেতে কতিপয় অসাধু জেলে মাছ শিকার করায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগসহ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় বিভিন্ন চর থেকে বিপুল পরিমান অবৈধ বিহুন্দি জাল ও ২টি মাছ ধরা ট্রলার জব্দ করে। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে ২১ জেলেকে আটক করা হয়।

পরে জব্দকৃত জাল ভোলা তুলাতুলি মেঘনা নদীর তীরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া আটককৃত জেলেদেরকে ৭ দিন কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।



মন্তব্য চালু নেই