ভোলার মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলায় দেড় কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী গাঁজা সিরাজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ভোলার ডিবি পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে। সে দীর্ঘ দিন ধরে ভোলার যুব সমাজকে ধ্বংশের জন্য মাদক ব্যাবসা করে আসছিল।

তার বিরুদ্ধে ভোলা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুহাইমিনুল হক জানান, মঙ্গল বার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যাবসায়ী সিরাজের ভেলুমিয়া পশ্চিম চর কালি গ্রমের বাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালায়।

এসময় তার বাড়ীর মাটির নিচ থেকে দেড় কেজি গাজাঁ উদ্ধার করে। পরে রাতেই তাকে ডিবি পুলিশের কার্যলয়ে নিয়ে আসা হয়। এসময় অভিযানে এএসঅই আলক,সোহরাব, ফিরোজ সহ আরো অনেকে। সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই