শতশত যাত্রী এবং ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি

ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে প্রায় ২ মাস পর সী ট্রাক চলাচল শুর

ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌ রুটে প্রায় ২ মাস পর সী ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে। এতে করে শতশত যাত্রী এবং ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মনপুরা-তজুমদ্দিন ব্যস্ততম ও পুরনো নৌ রুট। বছরের পর বছর ধরে চলে আসা এই নৌ রুটে ট্রলারে করে যাত্রী পারাপার বন্ধ হয় সী ট্রাক চালু হওয়ার পর। ট্রলারে যাত্রী পারাপারের সময় অনেকে বর্ষা মৌসুমসহ সকল ধরনের দূর্যোগে ভয়ে এই ট্রলারে মেঘনা পাড়ি দিতেন না। এতে করে অনেক যাত্রী গুরুত্বপূর্ন কাজের পাশাপাশি অফিসিয়াল কাজে ক্ষতির সম্মুখীন হতেন।

অবশেষে নব্বই দশকের শুরুতে তৎকালীন ছাত্র নেতা এবং চরফ্যাশন- মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম প্রচেস্টায় এই রুটে একটি সী ট্রাকের ব্যবস্থা করে দিলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সী ট্রাক চলাচল শুরুর পর থেকে বেশ কয়েক বছর মানুষ শান্তিতে এপার ওপার পাড়ি দিতেন। কিন্তু ইদানিং কয়েক বছর সী ট্রাকে চলাচলের উপর মহাবিরক্ত যাত্রীরা। হঠাৎ করে সী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। আবার শুরু হয়ে কিছুদিন চলার পর আবার বন্ধ। শুধু তাই নয় শুকনো মৌসুমে সী ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ রেখে আনা হয় ট্রলার চলাচলের অনুমতি। ফলে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে এই যাত্রীবাহী সী ট্রাকটি তজুমদ্দিন ঘাটে অনাদরে ফেলে রাখা হয়। সী ট্রাক বন্ধ হয়ে পড়ে থাকায় এটির ইঞ্জিনসহ যাবতীয় মালামাল ক্ষতির সম্মুখীন হয়। ৬ মাস পার হয়ে গেলে আবার সী ট্রাকের কদর বাড়ে ইজারাদারদের কাছে।

এই সময় সী ট্রাক পুনরায় চালু করতে গেলে বাঁধে বিপত্তি। ইঞ্জিন ত্রুটিসহ যাবতীয় সমস্যায় সী ট্রাক কয়েকদিন পরপর বন্ধ হয়ে যায়। শুকনো মৌসুমে সী ট্রাক চলাচল বন্ধ রাখলে ইজারাদার এম. ভি সোনালী নামের একটি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করত। কিন্তু গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঞ্জার জোন হিসেবে ছোট ছোট লঞ্চ চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকায় বন্ধ রাখা হয়েছে এ রুটের লঞ্চটিও।

ফলে এই রুটে সী ট্রাকসহ নিরাপাদ নৌ যান চলাচল বন্ধ রয়েছে প্রায় ৫৬ দিন ধরে। আর এই সুযোগে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা ট্রলার চালু করে যাত্রী পারাপারে বড় ধরনের দূর্ঘটনার আশংকার বিষয়টি তোয়াক্কাই করেনা। সী ট্রাক না থাকায় গত মাসে একই দিনে ২টি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে । অবশেষে গত ৫৬ দিন সী ট্রাক চলাচল বন্ধ থাকার পর ১১ মে সোমবার বিকেল ৩ টা থেকে মনপুরা-তজুমদ্দিন রুটে সী ট্রাক চলাচল শুরু হয় । আর এ খবর শোনার পর যাত্রী এবং ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে সী ট্রাকের কর্তৃপক্ষের প্রতিনিধি ভূটু বলেন, আগের সী ট্রাকটি অনেক পুরনো ছিল। প্রায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিত। এজন্য সী ট্রাকটি ডকইয়ার্ডে পাঠিয়ে কাজ করানো হয়েছে। বর্তমানে সী ট্রাকের রিপেয়ারিংয়ের কাজ আশানুরুপ হয়েছে আর এই রুটে সী ট্রাক চলাচলে সমস্যা হবেনা বলে তিনি জানান ।



মন্তব্য চালু নেই