ভোলার দৌলতখানের লঞ্চঘাটের পল্টুন বিচ্ছিন্ন

ভোলার দৌলতখানে মেঘনা নদীর পানির প্রবল ¯স্রোতের চাপে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালের জেটি থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যাত্রীদের লঞ্চ পারাপার করতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলে ফেরা হাজার হাজার যাত্রী। এদিকে,গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত টার্মিনাল মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই জেলা জুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। এতে উত্তাল হয়ে উঠে মেঘনা নদী। নদীর পানি চার ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ সময় জোয়ারের প্রবল স্রোতে লঞ্চঘাট টার্মিনাল থেকে পল্টুন বিচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, টার্মিনালের অবস্থা খুবই নাজুক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। টার্মিনালটি দ্রুত নির্মাণের জন্য বিআইডব্লিটিএ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই