ভোলার তজুমদ্দিনে সরিষার বাম্পার ফলন উৎপাদনের লক্ষমাত্রা ১৫শ মেঃ টন

মোঃ ফজলে আলম, ভোলা: এ বছর ভোলার উপজেলা তজুমদ্দিনে সরিষার বাম্পার ফলনে আশাবাদি চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার বাম্পার ফলনেরও সম্ভাবনা রয়েছে।

এ অঞ্চলে এবার টরী-৭, বারি-১০, বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়। মাঠ জুড়ে সরিষার চাষাবাদ করে এবার কৃষক পরিবারের মাঝে অনেক আনন্দ উৎফুল্লময় পরিবেশ লক্ষ্য করা যায়।

গতবছরে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবার তাদের মধ্যে সরিষার চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং সে লক্ষ্যে তারা এবার ১৫শ হেক্টর জমিতে চাষ করে।

উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তর সূত্রে জানা যায় এ মৌসুমে সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫শ মেঃ টন। যা গত বছর ছিলো ১ হাজার ১শত হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা ১ হাজার মেঃ টন।

গতবছরে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবার তাদের মধ্যে সরিষার চাষের প্রতি তাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায় সে লক্ষ্যে তারা এবার ১৫শ হেক্টর জমিতে চাষ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এবছর প্রায় ১০টি সরিষার প্রদর্শনী রয়েছে। গত বছর সরিষার ফলনে চাষিরা অল্প খরচে বেশি লাভবান হওয়ায় চাষীদের এবার সরিষা চাষের প্রতি আগ্রহ বেড়েছে।

তাছাড়া শীতের তিব্রতা কম থাকায়,এবং সঠিক মাত্রায় বৃষ্টি হওয়ায় এবং রোগবালাই পোকা মাকর আক্রমন না করায় অন্যান্য বছরের তুলনায় এবার সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।



মন্তব্য চালু নেই