ভোলার চরফ্যাশনে মুয়ুরীর চাপায় শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এককপাট এলাকায় বুধবার বিকেলে সামরাজ গ্রামী যাত্রীবাহি ময়ুরীর চাপায় সিরাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার চর আইচা গ্রামের জসিমের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার সময় শিশুটি রাস্তা পারাপারের সময় ময়ুরীরর নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধার সময় তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই