ভোলার চরফ্যাশনে মটরসাইকেলে মুখোমুখি সংর্ঘষে নিহত-১
জেলা প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের চরআর কলমী ভক্তির হাট বাজার সলগ্ন সড়কে হাবিব উল্লাহ(৪০)নামের এক যুবক মটরসাইকেল দূঘটণায় নিহত হয়েছে। সে নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী গ্রামের কারী আবু ইউছুবের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার(২৯এপ্রিল) সকাল ৯টার সময় হাবিব উল্লাহ মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ভক্তির হাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ভক্তির হাট বাজারের সলগ্ন সড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভাড়ায় চালিত মটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষে হাবিব উল্লাহ গুরতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তবরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি)হানিফ সিকদার এ ঘটনার সতত্য নিশ্চিত করেন। হাবিব উল্লাহ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
মন্তব্য চালু নেই