ভোলার চরফ্যাশনে ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভারেরা বিপাকে

ভোলার চরফ্যাশনে রেজিস্ট্রেশনবিহীন সকল মোটরযান রেজিস্ট্রেশন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পরে হোন্ডা মালিক-চালক ও সমাজের বিশিষ্টজনদের সাথে পুলিশের আলোচনা সভা অনুষ্টিত হয়।

মোটরযানের রেজিস্ট্রেশন করতে আগামী ২ জুন পর্যন্ত পুলিশ সময় বেঁধে দিয়েছেন। মোটরযান আইনের ১৬২ ধারা মোতাবেক আগামী ৩ জুন অভিযান পরিচালনা করবেন বলে জানান ওসি মো. আবুল বাসার।

01-06-15-1

এদিকে চরফ্যাশনে ভাড়ায় চালিত প্রায় ১০০০ হাজার মটরসাইকেল রয়েছে। এই সমস্ত মোটরসাইকেলর হতদরিদ্র ডাইভাররা কিস্তি ও সুদে হোন্ডা ক্রয় করে ভাড়ায় চালিয়ে জীবনধারন করছে। তারা ১৮/২০ হাজার টাকা ব্যায়ে রেজিস্ট্রেশন করতে হিমশীম পড়বে বলে জানায় হোন্ডা ড্রাইভাররা।

চরফ্যাশন ভাড়ায় চালিত হোন্ডা চালক-মালিক সমিতির সভাপতি সোহাগ জানান, সরকারি আইন মানতে আমরা বাধ্য। তারপরও এই উপকূলের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে কিস্তিতে রেজিস্ট্রেশন করতে পারলে ড্রাইভাররা উপকৃত হবে।



মন্তব্য চালু নেই