ভোলার চরফ্যাশনে খালে বাধঁ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়াডের্র খাল ও জমিতে অবৈধ ভাবে বাধঁ দেওয়ার কারনে দুই ওয়ার্ডের ১০ হাজার বাসিন্দাসহ প্রায় ১ হাজার একর ফসলি জমি জলাবদ্ধতা হয়ে পড়েছে।
শনিবার(১১জুন) ঘন্টাব্যাপী ওই ২টি ওয়ার্ডের কয়েক শতাধিক নারী-পুরুষ খালে অবৈধভাবে বাঁধ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকার ইউপি সদস্য মাইনুদ্দিন সহ এলাকাবাসী জানান, জোর পুর্বক জমির মাটি কাটা সহ খালে বাধঁ দিয়ে ২ ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দী সহ প্রায় ১ হাজার একর জমি অনাবাদের আশংকা রয়েছে। মানববন্ধনে তারা বাঁধ নির্মাণ কাজ বন্ধের দাবি জানান।
মন্তব্য চালু নেই