ভোলার চরফ্যাশনে কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
ভোলার চরফ্যাশনে সেকায়েপ’র সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় বজ্রগোপাল টাউন হলে মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, সেকায়েপ প্রোগ্রাম কো- অর্ডিনেটর শহিদুল ইসলাম, উপজেলা কো- অর্ডিনেটর হাসিবুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলা উপদেষ্টা কমিটি, এমসি ও পিটিএ সভাপতি, সহকারি শিক্ষক ও সংগঠক অংশ নেন।
মন্তব্য চালু নেই