ভোলার চরফ্যাশনের ঢালচরে দের হাজার মানুষ পানিবন্দি

ভোলার চরফ্যাশনে শনিবার সকাল থেকে প্রবল বাতাসের প্রভাবে উত্তাল হয়ে ওঠেছে উপকূলীয় দ্বীপজেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি।

এখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৫ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনের সাগর মোহনা সংলগ্ন ঢালচর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের তিন শতাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।

এতে পানিবন্দি রয়েছে অন্তত দের হাজার মানুষ। রেড ক্রিসেন্ট সোসাইটি (সিপিপি) ঢালচর ইউনিয়ন লিডার কাঞ্চন মিয়া ও স্থানীয় ব্যবসায়ী শাহেআলমসহ স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই দক্ষিণের প্রবল বাতাসের প্রভাবে এখানকার নদ-নদীর পানি উত্তাল হয়ে ওঠেছে। তাই জোয়ার-ভাটায় এসব পরিবার পানি বন্দি রয়েছে।

এ ব্যাপারে ঢালচর ইউপি চেয়ারম্যান কালাম পাটওয়ারী শনিবার বিকেলে বলেন, পানিবন্দির কোন খবর তার জানা নেই। চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, ঢালচরের চেয়ারম্যান আমাকে এ বিষয়ে কিছু জানায়নি। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান।



মন্তব্য চালু নেই