ভোলার চরফ্যাশনের চরমানিকা ইউপি উপ-নির্বাচনে সোহাগ বে-সরকারী ভাবে নির্বাচিত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূণ ভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।

ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭০২জন। এদের মধ্যে নারী ভোটার ৯হাজার ২১৯ জন ও পুরুষ ভোটার ৯হাজার ৪৮৩জন। তার মধ্যে ১২ হাজার ৩১৯ জন ভোট প্রদান করেন। ৩৭৮ ভোট বাতিল হয়। ৬৭ ভাগ ভোট কাস্টিং হয়।

এতে চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো.সাইদুর রহমান সোহাগ ৪ হাজার ৯৭৬ ভোটে পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী প্রাথী আবদুর রব মিয়া (টেবিলফ্যান) পেয়েছেন ৩ হাজার ৭৬৪ ভোট। আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার(তাল গাছ) পেয়েছেন ২হাজার ৫৯৮ ভোট ও আবুল কাসেম মিয়া (আটো রিক্সা) পেয়েছেন ৮৭৩ ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মো.সাইদুর রহমান সোহাগ(দুই পাতা)কে বে-সরকারী ভাবে চরমানিকা ইউপি চেয়ারম্যান হিসাবে ঘোষণা দেয়া হয়েছে। উল্লেখ্য,গত ৩০ জুন চেয়ারম্যান পদ থেকে চেয়ারম্যান প্রভাষক খন্দকার রেজাউল করিম ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে পদত্যাগ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।



মন্তব্য চালু নেই