ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন : খালেদা
তিন সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে নীরব প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিবেক অনুযায়ী ভোট দিবেন। ভোটের ফলাফল বুঝে কেন্দ্র ত্যাগ করবেন।’
দেশের চলমান পরিস্থিতি এবং ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে গুলশানের নিজ কার্যালয়ে রবিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তিন সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে ও পরে সেনাবাহিনী মোতায়েন ও তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি করেছেন।
তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেওয়ার জন্য এবং সুষ্ঠু না হলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেছেন, ‘জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সে জন্য আওয়ামী লীগ ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। নজিরবিহীন সন্ত্রাস চালাচ্ছে।’
তিনি বলেন, স্থানীয় এই নির্বাচন হচ্ছে ‘ঠুঁটো জগন্নাথ’ নির্বাচন কমিশনের অধীনে। সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘বিএনপি সস্ত্রাস ও লাশের রাজনীতি করে না। সন্ত্রাস, লাশ ও নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ।’
এর আগে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।
মন্তব্য চালু নেই