ভোটকেন্দ্রে সেনা মোতায়েন চেয়েছে বিএনপি
মানুষ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং নিজের ভোটটি দিতে পারে, সে জন্য ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে বেরিয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। পৌরসভা নির্বাচনের পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। ফলে সুষ্ঠু ভোটের বিষয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ভোটার যাতে নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে সেজন্য মাঠপর্যায়ে অর্থাৎ যেখানে ভোট নেয়া হবে, সেই কেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে।”
এর আগে মঙ্গলবার বেলা তিনটার দিকে প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে যায়।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসেনর উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
মন্তব্য চালু নেই