ভোগের প্রচ্ছদে হট অভিনেত্রী সোনাক্ষি !

বলিউডে দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার ভারতের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ এর জন্য পোজ। ম্যাগাজিনটির প্রচ্ছদে তাকে মোহনীয় রুপে দেখা গেছে।

জানাগেছে, জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ’-এর আগামী মে সংখ্যার প্রচ্ছদের জন্যই পোজ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক শত্রুঘ্ন কন্যা সোনাক্ষি। ইতিমধ্যে ‘ভোগ’-এর প্রচ্ছদও প্রস্তুত হয়ে গেছে। ২৯ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে টুইটারে এ খবর নিশ্চিত করে টুইট করেন সোনাক্ষি।



মন্তব্য চালু নেই