ভেঙে পড়ল মঞ্চ, ধপাস মহিলা দলের নেতারা
মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন এক নেতা। পাশেই ছিলেন গণমান্য অতিথি নেতানেত্রীরা। সামনেও বসেছিলেন মহিলা দলের নেত্রীরা। হঠাৎ ভেঙে পড়লো মঞ্চ। যেন ভূমিকম্প হলো। ধপাস করে পড়ে গেলেন নেতানেত্রীরা। কেউ ব্যথা পেয়ে কঁকিয়ে ওঠেন। কেউ এদিক ওদিক তাকাচ্ছিলেন অসহায়ের মতো। লজ্জা আর সংকোচ ঘিরে ধরে সবাইকে।
ঘটনাটি শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে ঘটেছে চট্টগ্রাম মহিলা দলের কার্যালয় নাসিমন ভবন চত্বরে। তখন চলছিল মহিল দলের কর্মীসভা। সেখানেই ঘটে এই বিব্রতকর ঘটনা।
তবে বেশিক্ষণের ঘটনা নয় কিন্তু। মাত্র দু’মিনিটের। এর মধ্যেই ভেঙে যাওয়া মঞ্চের পাশে আবার বক্তব্য শুরু হয়। তবে সেখানেও যে বিধিবাম। এবার চলে যায় বিদ্যুৎ। কি আর করা, নেতারা হতাশ মুখে ঘণ্টাখানেক ধরে বসে থাকেন বিদ্যুতের অপেক্ষায়।
সকাল থেকেই নগরীতে চলছিল মুষলধারার বর্ষণ। এর মধ্যেই বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার কর্মী সমাবেশ শুরু হয়। নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে কর্মিসভার উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বেলা সাড়ে তিনটায় কর্মিসভা শুরু হয়।
বৃষ্টির কারণে নাসিমন ভবন চত্বরে প্যান্ডেল টাঙানো ছিল। কিন্তু বিকেল ৪টা ৪০ মিনিটে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বক্তব্য করার সময় আকস্মিক ওই দুর্ঘটনা ঘটে।
মন্তব্য চালু নেই