ভেঙে দেওয়া হল শাহরুখের বাংলোর বাইরের ঢালু রাস্তা

নোটিস পাঠিয়েছিল আগেই।এবার শাহরুখ খানের বান্দ্রার বাংলো ‘মন্নত’-এর বাইরে বেআইনি ঢালু রাস্তাটি ভেঙে দিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। কিং খানকে সেটি সরাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কোনও পদক্ষেপ না করায় রাস্তাটি ভেঙে দেওয়া হয়।পুরসভার জনৈক কর্তা বলেছেন, আমরা বেআইনি ঢালু রাস্তাটি ভেঙে দিয়েছি।সেইসঙ্গে তিনি বলেন, গত সপ্তাহে পাঠানো নোটিস অনুসারে পদক্ষেপ না করায় অভিনেতাকে জরিমানাও দিতে হতে পারে।

 

শাহরুখের বাংলোর কাছের ওই ঢালু রাস্তাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ছিল দীর্ঘদিনের।তাঁদের বক্তব্য, ওই রাস্তায় প্রায়ই শাহরুখের ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে থাকে।ঢালু রাস্তাটির জন্য ব্যান্ডস্ট্যান্ড থেকে মাউন্ট মেরি গির্জা যাওয়ার পথও বন্ধ থাকে।তাঁদের খুব অসুবিধা হয়।তাঁরা অসুবিধার কথা জানান এলাকার বিজেপি সাংসদ পুনম মহাজনকে।তিনি গত ২৯ জানুয়ারি পুর কমিশনার সীতারাম কুন্তেকে চিঠি লিখে বিষয়টি জানান। চিঠিতে শাহরুখের নাম না করেই তিনি সেটি ভেঙে দিতে বলেন।কুন্তেকে।পুনম বলেছিলেন, বাংলোর মালিক রাস্তাটিকে নিজের বিশাল চেহারার মোটরগাড়ি পার্ক করতে ব্যবহার করেন।বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে সেটি ভেঙে দিতে অনুরোধ করছি আপনাকে।



মন্তব্য চালু নেই