‘ভুয়া খবর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন মাহি’

চারদিন আগে পারিবারিকভাবে সিলেটের পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। হয়তো মাহির হাতে বিয়ের মেহেদীর আলপনা এখনো সতেজই রয়েছে। বিয়ের সেই ঘোর না কাটতেই শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহির পুরনো বিয়ের ছবি প্রকাশ হয়েছে। তবে এসব ছবি ভুয়া বলে জানিয়েছেন মাহিয়া মাহি।

তিনি বলেন, ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ প্রণোদিত। মূলত এগুলো ছিল আমার একটি শ্যুটিংকালীন ছবির দৃশ্য। আর শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। কিন্তু মানুষ ভুল বুঝে আমার সম্পর্কে নানা মন্তব্য ছুঁড়ছেন। তাদেরকে আশ্বস্ত করতে চাই ছবিগুলো সম্পূর্ণ ফেক। এছাড়া এ বিষয় নিয়ে নতুন করে ঘাটাঘাটি করতে চাই না।

তবে সাইবার ক্রাইম আইনে ইতোমধ্যে মামলা করেছেন বলে জানান মাহি। আরো বলেন, আইসিটি অ্যাক্ট অনুযায়ী মামলার প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। যারা ফেসবুকে এসব ছবি ছড়িয়েছেন এবং আমার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এদিকে মাহি বর্তমানে সিলেটে আছেন। সেখানে তার শ্বশুরবাড়ী। তার বরের নাম পারভেজ মাহমুদ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী।



মন্তব্য চালু নেই