ভূমি অফিসে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা বাজারে গালা ইউনিয়ন ভুমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে গালা ইউনিয়ন ভূমি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা ভূমি অফিসে আগুন লাগিয়ে থাকতে পারে।
এদিকে গালা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতোয়ার রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভূমি অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান তিনি। শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
মন্তব্য চালু নেই