ভূমিকম্প: হলের ছাদ থেকে লাফিয়ে পড়লো ঢাবি ছাত্র

সোমবার ভোররাতের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা সবাই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভবন থেকে নিচে নামতে গিয়ে আহত হন। আহতরা ঢাবির সূর্যসেন হল, জসিম উদ্দীন হল, বঙ্গবন্ধু হল, ও জিয়া হলের শিক্ষার্থী।

এদিকে ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে জহুরুল হক হলের ওই শিক্ষার্থী ভোরে ছাদ থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় সহপাঠিরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

সোমবার ভোর ৫টা ৭ মিনিটে শুরু হয়ে কম্পনটি মিনিট খানেক স্থায়ী হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক আট । এর উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্য। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫৭ কিলোমিটার ।

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৭ মিনিটে শুরু হয়ে কম্পনটি মিনিট খানেক স্থায়ী হয়।

সর্বশেষ গত ২৫ এপ্রিল অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাবির ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেয়।



মন্তব্য চালু নেই