ভূমিকম্পে ক্ষতিগস্তদের জন্য ওয়ার্কার্স পার্টির ত্রাণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে নেপাল গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ত্রাণ পুনর্বাসন ও চিকিৎসা কমিটির সদস্য কমরেড এনামুল হক।
বুধবার সকালে তিনি বাংলাদেশ বিমান যোগে নেপালের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ মেশিন (পিওরইট), ওষুধ, খাবার স্যালাইন, নির্মাণ সামগ্রী, শুকনা খাবারসহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে যান তিনি।
ইতিমধ্যে এনামুল হক নেপালে পৌঁছেছেন এবং ত্রাণ সামগ্রী নেপাল কমিউনিস্ট পার্টির (ইউএমএল) নেতাদের কাছে হস্তান্তর করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু, বখতাপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই