ভুল সিদ্ধান্তের বিশ্বরেকর্ড !
বিশ্বকাপে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে শুধু আমলার দ্রুততম ২০ শতক কিংবা দলীয় রানের পাহাড়ই হয়নি, আম্পায়ারের সর্বোচ্চ ভুল সিদ্ধান্তেরও রেকর্ড হয়েছে।
মঙ্গলবারের ম্য্যাচে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিপক্ষে উভয় দলই দুইবার করে রিভিউ করে। রিভিউ শেষে দেখা যায়, তিনবারই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়ার!
এদিকে চারটির মধ্যে তিনটি ভুল সিদ্ধান্ত বিশ্বকাপে রেকর্ড গড়েছে। এর আগে সর্বোচ্চ দুইবার আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের মাধ্যেমে ভুল প্রমাণিত হয়।
সাধারণত, ম্যাচে উভয় দল দুইবার করে মোট চারবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করতে পারে। এগুলো যেমন একদিকে আম্পায়ারের মানের পরীক্ষাও হয়, একই সাথে ক্রিকেটাররাও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের বিপক্ষে বৈধভাবে আবেদন জানাতে পারে।
ম্যাচে আম্পায়ার ছিলেন স্টিভ ডেভিস, রানমোর মার্টিজ(শ্রীলংকা)। থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন ইয়ান গোল্ড(ইংল্যান্ড)।
মন্তব্য চালু নেই