ভুল যেন পিছু ছাড়ছে না বিএনপির

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরীর নাম রেখেছে বিএনপি।

দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন এ বিষয়ে  বলেছেন, ‘মাহী বি. চৌধুরীকে নিয়ে আমাদের চিন্তা ছিলো তিনি আমাদের সহযোগিতা করবেন। তিনি মেয়র পদপ্রার্থী। ভুল বশত নির্বাচন পরিচালনা কমিটিতে তার নাম দেয়া হয়েছে। এটা আমার ব্যক্তিগত ভুল।’

এ ব্যাপারে মাহী বি. চৌধুরীও কড়া প্রতিক্রিয়া জানিয়ে শনিবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিষয়টি গর্হিত উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি একজন মেয়র পদপ্রাথী এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছি।’

এতে তিনি ‘বিস্মিত’ হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে মাহী বলেছেন, ‘আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তাঁর এমন গর্হিত কাজ করার কথা না। অপরদিকে কমিটিতে আমার নাম অন্তর্ভূক্তি ভুল হয়েছে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনও স্বীকার করেছেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভুল যেন বিএনপিকে পিছু ছাড়ছে না। এ এলাকা থেকে মেয়র প্রার্থী ছিলেন তাবিথের বাবা শীর্ষ শিল্প উদ্যোক্তা আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু ভুল বশত তিনিও অন্য এলাকার ভোটারকে তার মনোনয়ন পত্রে সমর্থনকারী হিসেবে ব্যবহার করেন। ফলে তা বাতিল হয়ে যায়।

এ ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এটা আগের কপি। মিন্টু সাহেব নির্বাচন করলে তিনি সহযোগিতা করবেন একারণে তখনকার যে তালিকা হয়েছিলো সেখানে তার নাম রয়েছে। একটা আনসাইন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না।’



মন্তব্য চালু নেই