ভুলেও মেয়েদের যে পাঁচটি প্রশ্ন করবেন না
মেয়েরা কথা বলতে ভালবাসেন। মেয়েরা খুব ভাল শ্রোতাও। কিন্তু কিছু ক্ষেত্রে মেয়েরা ভীষণই আবেগপ্রবণ। তাদেরকে ঘিরে কিছু প্রশ্ন তারা একেবারেই পছন্দ করেন না।
১) এত সুন্দর তুমি, তা সত্ত্বেও সিঙ্গল কেন?
১৮ বছরে পা দেয়া মানেই কি সিঙ্গল থেকে মিঙ্গল হয়ে যাওয়া নাকি। সে কাকে, কখন পছন্দ করবেন সেটা সম্পূর্ণ মেয়েটির উপরেই ছেড়ে দেয়া উচিত।
২) সুখবরটা কবে দিচ্ছেন?
মেয়েদের বিয়ে হয়ে গেল তো পরিবারের একটাই প্রশ্ন বাচ্চা কবে হবে। এরকম আকছাড় হয়। আর এই প্রশ্নটা শুনতে মেয়েরা মোটেই পছন্দ করেন না।
৩) মেক আপের বদলে একটু কাজে মন দিলে ভাল হয়
কতটা সময় তারা মেক আপ-এ দেবেন আর কতটা সময় পড়াশোনা বা সংসারের কাজে লাগাবেন তা তাদেরকে ঠিক করতে দিলেই তো হয় বাপু! এসব করেও তো মেয়েরা ঘর এবং বাইরে সবই সমান তালে সামলাচ্ছেন।
৪) মেয়ের বিয়ে কবে দিচ্ছেন?
২০ পেরলেই কি মেয়েরা বুড়ি হয়ে যায়? মা-বাবা তো বটেই, মেয়ের বিয়ে নিয়ে এমনকী পাড়া-পড়শিদেরও যেন রাতের ঘুম চলে যাওয়ার জোগাড়। এ প্রশ্নও মেয়েরা মোটেই ভাল ভাবে নেন না।
৫) এরকম পোশাক পরেছো কেন?
পোশাক নিয়ে বিতর্ক তো কম হয়নি। সাধারণ মেয়ে তো দূরের কথা, পোশাক বিতর্ক থেকে ছাড় পান না সেলেবরাও।
মন্তব্য চালু নেই