ভুরুঙ্গামারীতে ইভটিজিংয়ের দায়ে কলেজ ছাত্রের কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় শুক্রবার রাতে ইভটিজিংয়ের অভিযোগে জাহেদুল ইসলাম নামে এক কলেজ ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক।

জানাযায়, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চরসতিপুরী গ্রামের আব্দুর রশীদের পুত্র ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের ছাত্র জাহেদুল ইসলাম (২২) একই উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের মৃত গোলজার হোসেনের কন্যা সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো।

এ ঘটনায় ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ভুরুঙ্গামারী থানা পুলিশ জাহেদুলকে শুক্রবার রাতে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলামের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালতে হাজির করে। জাহেদুল ইসলাম অভিযোগ স্বীকার করে নেয়ায় ১৮৬০ সালের দঃবিঃ ৫০৯ ধারায় জাহেদুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।



মন্তব্য চালু নেই