ভুমিকম্পে স্কুলে গভীর ফাটল, ঝুঁকিতে স্কুলটি যে কোন মূহর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা
গত ২৫শে এপ্রিল শনিবার নেপালে ঘটে যাওয়া স্মরনকালের ভয়াবহ ভুমিকম্পে ফরিদপুর সদর উপজেলার বহু পুরাতন শিবরামপুর আর ডি একাডেমী স্কুলের দুটি ভবনে গভীর ফাটল দেখা দিয়েছে, যে কোন মূহর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ১৫০০ ছাত্রছাত্রী নিয়ে সেই স্কুলটি এখন চরম অনিশ্চতায় দিন পাড় করছে। ক্লাস রুম গুলোতে ক্লাস বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা। গাদা গাদি করে অন্য ক্লাসে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা এক রকম বাধ্য হয়ে। বার বার তাগিদ দিয়েছেন প্রশাসনে তারাও এসে দেখে যাননি এ পর্যন্ত। এতে চরম ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার বহু পুরাতন শিবরামপুর আর ডি একাডেমী স্কুলের বিভিন্ন শ্রেনী কক্ষসহ শিরিতে। গত ২৫শে এপ্রিল শনিবার নেপালে যে ভূমিকম্পটি আঘাত হানে, সেই একই সময় দুপুরে বাংলাদেশ কেঁপে উঠে। সেই কম্পনটি যখন হয় তখন স্কুল চলছিলো ছাত্রছাত্রীরা ও শিকক্ষকরা সেই মূহর্তে বাইরে বের হয়ে আসলেও পড়ে ক্লাসে গিয়ে দেখেন পুরাতন ও নতুন তৈরিকৃত ভবন দুটির বেশীর ভাগ জায়গায় ফাটল। এখন ফাটলকৃত ভবনের ক্লাস গুলোতে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে, ভবন গুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিঞাঁ জানান, দু তলা যে ভবনটিতে আমাদের লাইব্রেরী রয়েছে ঠিক তার উপর তলার শ্রেনি কক্ষগুলোতে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। আমরা সহ ছাত্রছাত্রীরা চরম ভয়ের মধ্যে আছি কখন কি হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিভূতি ভূষন ঘোষ জানান, আমরা উপরে জানিয়েছি এখনো কেউ এসে খোঁজ নেয়নি। পুরাতন ভবনে ফাটল ছাড়াও নতুন তৈরিকৃত ভবনের শিরিতে ফাটল দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও টেনশন করছেন তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে। আমি শুধু এই পরিস্থিতে একটি কথাই বলব আপনাদের “কখন কি হয়”।
মন্তব্য চালু নেই