ভীষণ চাপে দীপিকা!

বলিউডের এখন সব থেকে ব্যস্ত সময়ই পাড় করছেন গ্ল্যামার নায়িকা দীপিকা পাডুকোন। দিনে অন্তত ১৮ ঘন্টা কাজ করছেন তিনি! আসন্ন সিনেমা ‘পিকু’র কথা মাথায় রেখেই মূলত অস্থির সময় পার করতে হচ্ছে এই তারকা অভিনেত্রীকে।
দিনের পুরো সময়টাই তাকে ফটোশ্যুট, সেখান থেকে বিরতি নিয়ে অন্য আরেক সিনেমার ডাবিং, তারপর ফের ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার শ্যুটিং স্পটে হাজির হতে হচ্ছে তাকে।

ব্যস্ততার এই ফিরিস্তি শুনে আপনি ভুলে বসবেন না যেনো তার ‘তামাশা’ নামে আরেকটি সিনেমারও কাজ চলছে পুরোদমে!
সুতরাং, বোঝায় যাচ্ছে, সব মিলিয়ে কতোটা চাপে আছেন দীপিকা!



মন্তব্য চালু নেই