ভিড়ের মধ্যে শুভশ্রীকে একা পেয়ে যা করলো একদল যুবক…
ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অভিনেত্রী শুভশ্রী। শুভশ্রীর গাড়ি কলেজে পৌঁছতে একদল যুবক তাকে ঘিরে ধরে। ভিড়ের মধ্যে শুভশ্রীকে বিভিন্ন ভাবে তারা হয়রানি করে। তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাংলা ছবির এই নায়িকা। শনিবার সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে শুভশ্রী মঞ্চে উঠে দু-মিনিটের মধ্যে নেমে যান।
কলেজের বাৎসরিক অনুষ্ঠানে শুভশ্রী আসছেন বলে রীতিমতো প্রচার চালানো হয় তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে। দুপুর থেকে ভিড় উপচে পড়তে থাকে কলেজ মাঠে। দুপুর থেকে চলছিল সঙ্গীতানুষ্ঠান। সকলে শুভশ্রীর অপেক্ষায় ছিলেন। সে জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শুভশ্রীর গাড়ি কলেজে পৌঁছতে একদল যুবক তাকে ঘিরে ধরে। অনেকেই নায়িকাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকগুণ ভিড় উপচে পড়ে নায়িকাকে ঘিরে। পুলিশ চেষ্টা চালালেও ভিড় থেকে নায়িকাকে উদ্ধার করতে পারেনি। উল্টে একদল যুবক শুভশ্রীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। কোনও মতে ভিড় ঠেলে শুভশ্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। ক্ষোভে ফেটে পড়েন তিনি। মঞ্চে উঠলেও অনুষ্ঠান তো দূরের কথা, উল্টে নিজের ক্ষোভ উগরে দেন সেখানে। মাইক হাতে শুভশ্রী বলেন, ‘‘আমি মেয়েদের বিশেষ করে বলতে চাই, ছেলেরা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে করা উচিত নয়। এর জন্য আমার মানসিক অবস্থা ভাল নয়।’’ এর পরেই তিনি মঞ্চ থেকে নেমে চলে যান।
মন্তব্য চালু নেই