ভিন ডিজিলে মজেছেন দীপিকা

গত কয়েক মাস ধরেই হলিউড সুপারস্টার অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে জনপ্রিয় সিনেমা ‘ট্রিপল এক্স’-এর সিক্যুয়াল ‘দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’-এ অভিনয়ে ব্যস্ত আছেন বলিউডে সুন্দরী দীপিকা পাডুকোন। প্রথমদিন থেকেই বন্ধুত্ব গড়ে উঠে ভিন ডিজেল এবং দীপিকার মধ্যে। সম্প্রতি প্রকাশ হল শুটিংয়ের কিছু ছবি। যা দেখে যে কেউ মনে করবেন যে সত্যিই তারা পরস্পরে মজেছেন!

ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবিতে অভিনয় শুরু হয়েছে সুদূর কানাডায়। প্রথমবারের মত হলিউডে দীপিকা, সেই তুলনায় হলিউডকে তিনি এই ক’দিনেই বশ করে নিয়েছেন। তার প্রমান পাওয়া গেল সদ্য ভিন ডিজেল ও হলিউডের বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তার নায়োকোচিত উপস্থিতি! সদ্য তেমনি একটি স্থিরচিত্র দেখা গেল তাদের।

এর ক’দিন আগে আমেরিকান তারকা সেমুয়েল জ্যাকসন বলিউড সুন্দরী দীপিকার বেশকিছু ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায় শুটিংয়ের ফাঁকে বিশাল বিশাল শীতের পোশাক গায়ে জড়িয়ে হাঁটছেন তারা। কারণ কানাডায় এখনও নাকি প্রচন্ড শীত। এমনকি কোথাও কোথাও নাকি বরফও পরছে!

ডিজে কারসো পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার’ আসছে বছরের ২০ মে আমেরিকায় মুক্তি পাওয়ার কথা।



মন্তব্য চালু নেই