ভিনদেশে ভিন ডিজেল-দীপিকার রোমান্স

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে হলিউডের ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেস সিনেমায়।’ সিনেমায় তার বিপরীতে থাকছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ভিন ডিজেল। এ সবই পুরনো খবর। নতুন খবর হলো, সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার প্রকাশ পেয়েছে তাদের রোমান্সের ছবি।

ফেসবুকে দীপিকার সঙ্গে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করেছেন ভিন ডিজেল। সেখানে দুজনকেই খুব রোমান্টিক মুডে দেখা গেছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে ভালোই জমবে তাদের রসায়ন। দীপিকার বিপরীতে এতদিন বলিউড হিরোদের রসায়নটাই দেখেছে দর্শকরা। এবার ভিন ডিজেলের সঙ্গে রসায়ন আর উষ্ণতার অপেক্ষায় তারা।

এর আগে কোয়ান্টিকো টিভি সিরিয়ালে প্রিয়াঙ্কা চোপড়াকে গাড়ির মধ্যে যৌন দৃশ্য দেখা গিয়েছিল। দীপিকার ক্ষেত্রে বিষয়টি কতদূর গড়ায় সেটাই দেখা পালা।



মন্তব্য চালু নেই