ভাড়া বাসা থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক
নওগাঁর সাপাহারে পালপাড়ার একটি ভাড়া বাসা থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার কামাশপুর গ্রামের আসাদুল হকের পুত্র সাপাহার সদরে অবস্থিত মদিনা মুশলিম মাল্টিপারপাসের চতুর্থ শ্রেনীর কর্মচারী আব্দুল আলীম (২০) দীর্ঘদিন ধরে সদরের পালপাড়ার শ্রীঃ বাবলু এর বাসায় ভাড়া থাকে।
গতকাল বৃহস্পতিবার রাতের অন্ধকারে উপজেলার কৈবত্যগ্রামের মুনসুর আলীর কন্যা ও সেনপুর এড়েন্দা দাখিল মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্রী আয়েশা আক্তার (১৪) কে ওই ভাড়া বাসায় নিয়ে আসে কতিথ প্রেমিক আব্দুল আলীম।
এদিকে রাত দুইটার দিকে ওই ভাড়া বাসার একটি রুমে আপত্তিকর অবস্থায় ওই প্রেমিক যুগলকে আটক করে স্থানীয়রা। আটকের দীর্ঘ ৮ ঘন্টা পর বিশেষ ব্যক্তিদের সুপারিশে প্রেমিক যুগলের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি মহল ছেড়ে নিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই প্রেমিক যুগল সহ অনেকেই ওই ভাড়াবাসায় অবৈধভাবে মেলামেশা করে আসছে।
মন্তব্য চালু নেই