ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করুন
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কখনো নিজের জন্য রাজনীতি করেননি। ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। যিনি নেতাদের নেতা ছিল সেই মহান নেতার মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার মধ্যে দৈন্যতা কেন?
১৫ নভেম্বর এক বিবৃতিতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে এসব কথা বলা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির পক্ষ থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে১৭ তারিখ সকাল ১০টায় ঢাকার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং ১৮ নভেম্বর সকাল ১১টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি সফল করার জন্য পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা সকলের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে প্যারিসে নারকীয় হামলার তীব্র নিন্দা ও সাবেক উপ-রাষ্ট্রপতি বিচারপতি নুরুল ইসলামের মৃত্যুতে শোকও জানানো হয়।
মন্তব্য চালু নেই