ভাষা আন্দোলন | আকিদুল ইসলাম সাদী
ভাষা আন্দোলন
আকিদুল ইসলাম সাদী
ফেব্রুয়ারীর একুশ তারিখ
স্মরণীয় এক দিন,
বেঁজেছিলো যেদিনে ভাই
ভাষা রক্ষার বীন
ভাষার টানে বীন শুনে
ছুটে যায় জনতা,
বাংলা চাই একটাই দাবি
চাইনা অন্য ভাষা৷
শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়
বাংলার রাজপথ,
পাকিস্তানী পুলিশ সবে
করে যে উৎপাৎ৷
গুলি ছোড়ে মিছিল পথে
রক্ত ঝরায় বাংলার,
শহিদ হয় তৎক্ষণিক ভাই
শফিক‚ রফিক‚ জব্বার৷
আহত হয় অনেকে সেদিন
করে কারাবরণ,
শ্রদ্ধা থাকবে তাদের তরে
বাংলার আমরণ৷
মুক্ত হলো বাংলা ভাষা
বন্ধ হলো শোষণ,
ইতিহাসে লেখা স্বর্ণ অক্ষরে
ভাষা আন্দোলন।
মন্তব্য চালু নেই