ভাষার মাসে শহীদ মিনার ভাঙচুর
ভাষার মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে দুর্বৃত্তরা লোহার ভারী যন্ত্র দিয়ে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে অবস্থিত শহীদ মিনার ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল যায় পুলিশ। শহীদ মিনার ভাঙচুরের খবরে মাঠে ছুটে আসেন অনেকেই।
এ ব্যাপারে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির জানান, বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। ধারণা করা হচ্ছে, ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে কোনো সমস্যার সূত্রপাত থেকেই এ ঘটনাটি ঘটেছে। সঠিক তদন্ত করে জড়িতদের বের করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই