ভালোবাসা দিবসে বিশেষ কিছু চাই? নিজেই করে ফেলুন হার্টশেপ নেইল আর্ট! (ভিডিও)
ভালোবাসা দিবসটিকে কীভাবে উদযাপন করবেন সেটার পরিকল্পনা নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে? কী পোষাক পড়বেন সেটা কি ঠিক করে ফেলেছেন? কীভাবে সাজবেন? কোথায় কোথায় ঘুরতে যাবেন, সেটাও নিশ্চয়ই ঠিক করা শেষ? বর্তমান সময়ে নেইল আর্ট তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই ভালোবাসা দিবসকে মাথায় রেখে করে ফেলতে পারেন হার্ট শেপ নেইল আর্ট আর চমকে দিতে পারেন প্রিয় মানুষটিকে। তাহলে আসুন, জেনে নেওয়া যাক হার্ট শেপ নেইল আর্ট করার খুব সহজ উপায়টি।
যা যা লাগবে:
কয়েকটি রং এর নেইলপলিশ (আপনার পছন্দের রঙের)
একটি ব্রাশ
ক্লিয়ার নেইলপলিশ
যেভাবে করবেন:
১। প্রথমে প্রতিটি আঙুলে ভিন্ন ভিন্ন রং এর নেইলপলিশ লাগিয়ে নিন। তা হতে পারে সবুজ, লাল, সাদা, হলুদ, নীল বা গোলাপী অথবা আপনার পছন্দের কোন রং।
২। প্রথমে একটি ব্রাশ দিয়ে নখের উপর হার্টশেপের আউটলাইন এঁকে নিন। হালকা করে আঁকবেন।
৩। এবার একটি রঙের নেইলপলিশ নিয়ে আউটলাইনের শুরুতে একটি বল, শেষে একটি বল এবং দুইপাশে দুটি বল আঁকুন।
৪। এবার এই নখটি শুকাতে দিন।
৫। আরেকটি নখে একই রঙের নেইলপলিশ দিয়ে বল বল করে আঁকুন তবে হার্টশেপে নয়।
৬। এখন আরেকটি ভিন্ন রং এর নেইলপলিশ দিয়ে প্রথম আঙ্গুলের ফাঁকা স্থানগুলোতে বল আঁকুন।
৭। তারপর অন্য একটি রং এর নেইলপলিস দিয়ে বাকি ফাঁকা অংশে বল আঁকুন। এইভাবে বিভিন্ন রং এর নেইলপলিশ দিয়ে সম্পূর্ণ হার্টশেপের আউটলাইনটি ছোট ছোট বল দিয়ে ভরিয়ে ফেলুন।
৮। আপনি চাইলে সবগুলো আঙ্গুলে একইরকম করে হার্টশেপ এঁকে নিতে পারেন।
৯। আবার একটি বা দুটি আঙ্গুল হার্টশেপ বাকীগুলো অন্য কোন ডিজাইন করে নিতে পারেন।
দারুণ এই নেইল আর্টটি দেখে নিন ভিডিওতে
মন্তব্য চালু নেই