ভালোবাসা দিবসে ফাহিমের পাখি
ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশ পাওয়া সংগীতশিল্পী ফাহিম ইসলামের তৃতীয় একক ‘বলছি তোমায়’-এর গান এরই মধ্যে ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও দর্শকনন্দিত হয়েছে।
এছাড়া ভারতের রাগা মিউজিক থেকে প্রকাশ হয়েছে তার এ অ্যালবামটি। এবার এ অ্যালবামের পাখি শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও শ্রোতাদের জন্য আনছেন তিনি। আসছে ভালোবাসা দিবসের জন্য তার এই উপহার। এ প্রসঙ্গে ফাহিম বলেন, এই গানটিতে আমার সাথে মডেল হিসেবে কাজ করেছেন আফ্রি।
অসাধারণ একটি গান হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি সকলের পছন্দ হবে। পাখি গানটির কথা লেখার পাশাপাশি সংগীতায়োজন করেছেন নোমান। আর ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ মজুমদার। খুব শিগগিরই সব চ্যানেলে এটি প্রচার হবে।
১২টি ভিন্ন ধাঁচের গানে এ অ্যলবামে ফাহিমের সঙ্গে গানগুলো গেয়েছেন কণা, নির্ঝর, নওমী, অরিন, আর্নিক এবং কলকাতার সংগীতশিল্পী সোমচন্দা। গানগুলো লিখেছেন শাহান কাবন্ধ, রবিউল ইসলাম জীবন, সুহৃদ সুফিয়ান, আজমির রিফাত। অ্যালবামের সংগীতায়োজন করছেন ফুয়াদ আল মুক্তাদির, নমন ও জুয়েল মোর্শেদ।
মন্তব্য চালু নেই