ভালোবাসা দিবসে ‘কাছে আসার সাহসী গল্প’র নাটক বাংলাভিশনে
ইউনিলিভার বাংলাদেশ-এর অন্যতম ব্র্যান্ড ‘ক্লোজআপ’আয়োজিত ‘কাছে আসার সাহসী গল্প’প্রতিযোগিতায় বিজয়ী গল্প নিয়ে নির্মিত নাটক ভালোবাসা দিবসে প্রচারিত হবে বাংলাভিশনে।
ওইদিন রাত রাত ৮:৪৫ মিনিটে নাটকগুলো প্রচারিত হবে বলে ক্লোজআপের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিন গল্পকার হলেন আফসানা কাশেম মিমি, শিহাব আর-রাসাদ নির্ঝর এবং শাকিল আহমেদ রিসান।
৭ জানুয়ারি, ২০১৬ থেকে ভালোবাসার সাহসী গল্প আহ্বানের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতা। সাধারণ মানুষের ভালোবাসার অসাধারণ গল্পগুলো সবাইকে জানানোই প্রতিযোগিতার উদ্দেশ্য। ২৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত সারাদেশ থেকে ভালোবাসার অসংখ্য গল্প জমা পড়ে জিপিও বক্স ও closeupbd.com এ। কাগজ আর কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে কাছে আসার হাজারো সাহসী গল্প।
সেই গল্পগুলো থেকে নির্বাচিত সেরা তিনটি গল্প নিয়ে দেশের খ্যাতিমান তিন নির্মাতা শাফায়েত মনসুর রানা, মাবরুর রশিদ বান্নাহ এবং রুবায়েত মাহমুদ নির্মাণ করছেন তিনটি নাটক। নাটকগুলোতে অভিনয় করছেন তাহসান, মেহজাবিন, জন, জোভান, সাবিলা, শখ, নিলয়সহ অনেকে।
আরও তথ্য পেতে চোখ রাখা যেতে পারে ক্লোজআপ বাংলাদেশ-এর ফেসবুক পেইজ-এ।
মন্তব্য চালু নেই