ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের অ্যালবাম
ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের নতুন অ্যালবাম ‘প্রেমান্ত’। অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করছেন তিনি। অ্যালবামটি সাজানো হয়েছে কয়েকজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীদের গান দিয়ে। এতে থাকছে সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার গায়িকা শুভমিতার গান। অ্যালবামটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল।
অ্যালবামের নাম নির্ধারণে অভিনব উপায় বেছে নিয়েছিলেন কুমার বিশ্বজিত। নাম আহ্বান করে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তা আপলোড করেছিলেন তিনি। সেখান থেকেই ‘প্রেমান্ত’ নামটি নির্ধারণ করা হয়েছে বলে জানালেন তিনি।
আগামী অ্যালবামের গানগুলো ১ ফেব্রুয়ারি থেকে প্রকাশ শুরু হবে। পুরো অ্যালবামটি সিডি আকারে প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি।
মন্তব্য চালু নেই